কেরানীগঞ্জ থেকে ‘বিগশো’ গ্রেপ্তার

mamun
2 Min Read
আট মামলার আসামি সোহেল বেপারী ওরফে ‘বিগশো’ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হত্যা, ধর্ষণ, মাদক ও ডাকাতিসহ আট মামলার আসামি সোহেল বেপারী ওরফে ‘বিগশো’ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার মজিবর মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল বেপারী ওরফে বিগশো ফরিদপুর জেলার সদরপুর থানার মোল্লাডাঙ্গী গ্রামের আলাউদ্দিন ওরফে আলেপ বেপারীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক শুভাঢ্যা পূর্বপাড়ার এলাকার এক বাসিন্দা বলেন, সোহেল শারীরিকভাবে সুঠাম হওয়ায় এলাকায় সবাই তাকে আন্তর্জাতিক কুস্তিগীর ‘বিগশো’ নামে ডাকত। তিনি এলাকায় একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় তারা একসময় আস্তানা গড়ে তোলে। পরবর্তীতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। সে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে বলে দাবি ওই বাসিন্দার।

নাম প্রকাশ না করার শর্তে রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের আনাসর ক্যাম্পের এক সদস্য বলেন, ঝিলমিল পাসপোর্ট কার্যালয় থেকে শুভাঢ্যা বেগুনবাড়ি এলাকা পর্যন্ত একটি উড়ালসেতু নির্মাণাধীন রয়েছে। ওই উড়ালসেতুর বৈদ্যুতিক তার, বাতি ও মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামাদি লুটের হোতা হলেন সোহেল ওরফে বিগশো। লুট করার সময় আমরা তাকে একাধিকবার ধাওয়া দিয়েছি। পরবর্তীতে আমরা টহলের মাধ্যমে তাদের প্রতিরোধের চেষ্টা করেছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট মামলার আসামি সোহেল ওরফে বিগশোকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে  পাঁচটি মাদক, একটি ধর্ষণ, একটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি আরও বলেন, সোহেলকে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। এর আগেও সে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। 

SOURCES:ittefaq
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *