অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের নাম ঘোষণা করেছে। দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

ইনজুরির কারণে পেসার আল ফাহাদ দলের অংশ হচ্ছেন না। দেবাশীষ সরকারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার শেখ পারভেজ জীবন।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ ডিসেম্বর এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজীদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *