ইন্টার মায়ামি তাদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। শনিবার ইস্টার্ন কনফারেন্স প্লে-অফে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারিয়ে এই সাফল্য আসে লিওনেল মেসির ক্লাবের ঝুলিতে।
মায়ামির বড় জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। দুর্দান্ত খেলায় একাই তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। দলের বাকি দুই গোলের সঙ্গে অবদান রাখেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। নিউইয়র্ক সিটির হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি আসে জাস্টিন হাকের মাথা থেকে।
ম্যাচের শুরু থেকেই মায়ামি প্রভাব বিস্তার করে। ১৪ মিনিটেই সার্জিও বুসকেটসের দারুণ পাস ধরে আলেন্দে প্রথম গোল করেন। এরপর জর্দি আলবার নিখুঁত ক্রসে চমৎকার হেডে দ্বিতীয় গোলটি যোগ করেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে নিউইয়র্ক ব্যবধান কমালেও ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি তারা। বিরতির পর সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। সেই ব্যর্থতার পর পাল্টা আক্রমণে লিওনেল মেসির সৃষ্টিশীল পাস থেকে গোল করেন সিলভেত্তি। শেষ মুহূর্তে সেগোভিয়া ও আলেন্দের আরও দুটি গোল মায়ামির ব্যবধান আরও বাড়িয়ে দেয়।
৫-১ গোলের জয়ে ইন্টার মায়ামি এবার এমএলএস কাপের ফাইনালে। আগামী শনিবার নিজেদের মাঠ ফোর্ট লডারডেলে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনাল বিজয়ীর বিপক্ষে শিরোপার জন্য খেলবে তারা।


